December 22, 2024
আঞ্চলিক

দেবহাটায় কৃতি শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা

 

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার শত বর্ষের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ টাউনশ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ড. আব্দুল মজিদ ২০১৮ সালে স্বাধীনতা পদক পাওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক এনসিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক

আলহাজ¦ আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ সলিমুল্লাহ। সংবর্ধিত অতিথি ছিলেন ধান গবেষক ২০১৮ সালের স্বাধীনতা পুরষ্কার প্রাপ্ত ড. আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক দিলীপ কুমার, শিক্ষক আফছার আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী ও স্কটন লিডার কামরুল ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক শরিফুল ইসলাম, সাবেক ছাত্রদের মধ্যে ইউপি সদস্য মাহবুবুর রহমান বাবলু ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল ওহাব। অনুষ্ঠানে বিদ্যালয়ের ১০ জন কৃতি শিক্ষাথী, অবসরপ্রাপ্ত ৫ জন শিক্ষক ও পরলোকগত ৭ জন শিক্ষক পরিবারকে সংবর্ধনা জানানো হয়। এছাড়া বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করা হয়। উল্লেখ্য, উক্ত বিদ্যালয়ের সাবেক কৃতি ছাত্র ড. আব্দুল মজিদ বাংলাদেশ সরকারের ধান গবেষনা ইনষ্টিটিউটে দীর্ঘদিন উচ্চ পদে কর্মরত অবস্থায় ধান গবেষনার উপরে ২০১৮ সালে সরকার কর্তৃক স্বাধীনতা পুরষ্কারে ভূষিত হন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *