দেবরের ছুরিকাঘাতে ভাবির মৃত্যু
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাজধানীর দক্ষিণখান থানার ফয়েবাদাবাদ এলাকার টিআইসি কলোনীর একটি বাসায় দেবর শফিকুল ইসলামের ছুরিকাঘাতে ভাবির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শফিকুলের মা হামিদা বেগমও (৬০)। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম শারমিন আক্তার (৩০)। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, টাকা পয়সাসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মা হামিদা বেগমের সঙ্গে ছেলে শফিকুল ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মায়ের পেটে ছুরিকাঘাত করেন ছেলে। ভাবি শারমিন চিৎকার দিলে তাকেও ছুরিকাঘাত করে শফিকুল পালিয়ে যান।
পরে তাদের উদ্ধার আহত অবস্থায় টঙ্গীর শহীদ আহসান উলাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক শারমিনকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, এ ঘটনায় শারমিনের ঘাতক শফিকুল ইসলাম পলাতক রয়েছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।