দৃঢ় ঐক্য ব্যতীত শ্রমিক-স্বার্থ রক্ষা করা সম্ভব নয় : শহিদুল্লাহ চৌধুরী
খবর বিজ্ঞপ্তি
১২ দফা দাবী আদায়ের লক্ষ্যে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব), রেজিঃ নং বি-১৯৭১ খুলনা শাখার উদ্যোগে এক শমিক সমাবেশ গত রবিবার সন্ধ্যা ৬:৩০টায় ফারাজীপাড়াস্থ ইনসাব কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি মান্নান শরীফ খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন টিইউসি’র কেন্দ্রীয় সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড শহীদুল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন টিইউসি’র জেলা সভাপতি এইচ এম শাহাদাৎ, সিপিবি’র মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, ইনসাব খুলনা’র সভাপতি শেখ হাসান আলী শওকাত।
অন্যান্যের মধ্যে বক্তব্য ইনসাব নেতা লিয়াকত শেখ, মোঃ বাবুল মিয়া, মোঃ লিটন বেপারী, মোঃ শাহাজাহান মিয়া, মোঃ সোহেল রানা, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ রফিক আকন, শফিকুল হক সুমন, রিজিয়া বেগম, খলিলুর রহমান, শহীদুল ইসলাম পাইক, রফিকুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান, ফিরোজা বেগম, মোঃ রাজু বেপারী প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি কমরেড শহীদুল্লাহ চৌধুরী তাঁর বক্তৃতায় বলেন, ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য ব্যতীত শ্রমিক-স্বার্থ রক্ষা করা সম্ভব নয়। শ্রমিক এবং মালিকের মধ্যে বিভাজন কাক্সিক্ষত নয়, তবে মনে রাখতে হবে শ্রমিক এবং মালিকের স্বার্থ এক নয়। শ্রমিকশ্রেণিকে বলা হয় শোষিতশ্রেণি। সুতরাং অবহেলিত ও বঞ্চিত এ শ্রেণির স্বার্থ রক্ষায় নিজেদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।