January 20, 2025
আন্তর্জাতিক

দূর প্রাচ্যে সেনা বাড়াবে রাশিয়া

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেরগেই শোইগু বলেছেন, দূর প্রাচ্যে (পূর্ব এশিয়া) ভূরাজনৈতিক উত্তেজনা বাড়তে শুরু করায় ওই অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করা হবে।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে উত্তেজনা বাড়তে থাকায় সামরিক অবকাঠামোও বাড়ানো হচ্ছে।

এদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যুদ্ধ প্রশিক্ষণ পরিকল্পনা অনুসারে, সম্প্রতি প্রিমরি এবং খবরোভস্ক ক্রাইয়ের বিমানঘাঁটিতে পূর্বাঞ্চলীয় সামরিক জেলার প্রতিরক্ষা ও বিমান বাহিনী ইউনিটের দ্বিমুখী কৌশলগত মহড়া চালানো হয়েছে।

এয়ার ডিফেন্স ইউনিট, ফাইটার, অ্যাসল্ট এবং যুদ্ধবিমান মহড়ায় জড়িত ছিল।

বৈদেশিক নির্বাচনের ক্ষেত্রে হস্তক্ষেপ, ক্রিমিয়া, বেলারুশ রাজনৈতিক সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এ ঘটনা ঘটলো। তাছাড়া, মস্কো বেইজিংয়ের এস-৪০০ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম স্থগিত করার ঘোষণা দেওয়ায় রাশিয়া ও চীনের সম্পর্কেও টানাপোড়েন শুরু হয়েছে।

রাশিয়ার সবচেয়ে অত্যাধুনিক এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম হচ্ছে এস-৪০০, যা সর্বাধিক ৪০০ কিলোমিটার দূর থেকে এবং ৩০ কিলোমিটার উচ্চতায় আঘাত হেনে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম।

গত কয়েক বছর ধরে রাশিয়া ও চীনের বেশ ভালো সম্পর্ক থাকলেও গুপ্তচরবৃত্তির অভিযোগে বেইজিংকে এস-৪০০ মিসাইল দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করে মস্কো।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *