দুর্যোগ মোকাবেলায় সরকার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে : সালাম মুর্শেদী
খবর বিজ্ঞপ্তি
বিশিষ্ট ক্রীড়াবিদ আব্দুস সালাম মূর্শেদী এমপি বলেছেন, দুর্যোগ চলাকালীন সময়ে উপকূল এলাকায় বসবাসকারীদের দুর্যোগ মোকাবেলায় সরকার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের সাগর উপকুলে যথেষ্ঠ পরিমান সাইক্লোন সেল্টার নির্মাণ করে লাখ লাখ লোকের আশ্রয় নেয়ার ব্যবস্থা করেছে। পূর্বের ন্যায় এখন আর এসব উপকূল এলাকার মানুষ ভয় পায়না। দুর্যোগের আগমন ঘটলেই বর্তমান সরকার যথেষ্ট প্রস্তুতি গ্রহণ করে, যে কারণে কোনো রকমের সমস্যা আসার সাথে সাথেই ব্যবস্থাও দ্রæত গ্রহণ করে। তিনি বলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের জানমাল রক্ষায় নিরলস পরিশ্রম করে চলেছেন।
তিনি গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে একথাগুলো বলেন। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমপিপতœী মিসেস সারমিন সালাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল, থানার ওসি মোঃ সালেকুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এফ এম অহিদুজ্জামান, সেক্রেটারী কে এম আলমগীর হোসেন, মাওলানা আব্দুর রাজ্জাক রাজা, সাবেক চেয়ারম্যান মোঃ বাদশা মল্লিক, এফ এম মনিরুজ্জামান, মোঃ শাহ আলম, জেলা যুবলীগ নেতা এ বি এম কামরুজ্জামান, যুবলীগ সভাপতি এফ এম মফিজুর রহমান।
এসময় জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সকাল ১১টায় আব্দুস সালাম মূর্শেদী এমপি আদমপুর বলর্দ্ধনা শালিকদহ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। দুপুর ১২টায় তিনি উপজেলা পরিষদের হলরুমে মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত গরীব অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।