দুর্যোগকালে সরকারের নির্দেশনা মেনে চলতে সকলের প্রতি আ’লীগের আহবান
খবর বিজ্ঞপ্তি
দুর্যোগকালে সরকারের নির্দেশনা মেনে চলতে চিকিৎসক ও দলীয় নেতাকর্মীসহ সকলের প্রতি আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ। একই সাথে করোনা ভাইরাস থেকে সমাজ, দেশ ও জাতিকে বাঁচাতে সবাইকে সর্তক থাকারও আহবান জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, সরকার এবং প্রশাসনের নিদের্শনা অনুযায়ী সকলকে স্ব স্ব বাসভবনে অবস্থান করতে হবে। নিদ্ধারিত সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে। এছাড়া নগরী এবং উপজেলা পর্যায়ের সকল শপিংমল, সুপার মার্কেট বন্ধ থাকবে। চায়ের দোকান বিকাল ৫টার পরে বন্ধ থাকবে। সকলেই মাস্ক, হ্যাÐ গেøাবস সহ করোনা প্রতিরোধক পোশাক পরে জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবে না। দেশের এই দুর্যোগ কালে সরকার দেশ ও জাতির স্বার্থে কঠোর অবস্থান গ্রহণে বাধ্য। সেকারনেই জনস্বার্থে কেউ সরকার ও প্রশাসনের নির্দেশনা অমান্য করবেন না। নিজে সুস্থ থাকুন সমাজকে সুস্থ রাখুন।
নেতৃবৃন্দ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেক ওয়ার্ডে এবং ইউনিয়নের বাড়িতে বাড়িতে খোঁজ রাখতে হবে। জাতীয় এই দুর্যোগ কালে নিজেকে সর্তক অবস্থানে রেখে মানুষের নিরাপত্তা দিতে তাদের পাশে থাকতে হবে। কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলে সে বাড়িতে সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে লাল পতাকা টানিয়ে দিতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া প্রসাধনি বা এই জাতীয় দোকান বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতায় বন্ধ রাখতে হবে।
নেতৃবৃন্দ চিকিৎসকদের প্রতি আহবান জানিয়ে বলেন, মানুষের জন্যই মানুষ। আপনারা সর্তক অবস্থানে থেকে অবশ্যই অসুস্থ মানুষের সেবা করবেন। করোনার কারনে অন্য রোগীরা যেন তাদের চিকিৎসা থেকে বঞ্চিত না হয় সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে। একই সাথে করোনা রোগীদের জন্য সব ধরনের ব্যবস্থা রাখতে চিকিৎসকদের প্রতি আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।