দুর্নীতির মামলায় পুলিশ সার্জেন্টের সাত বছরের জেল
দক্ষিণাঞ্চল ডেস্ক
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় পুলিশ সার্জেন্ট মো. আজাহার আলীকে পৃথক দুই ধারায় ৭ বছর কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল ঢাকার বিভাগীয় বিশেষ জজ সৈয়দ কামাল হোসেন গতকাল এ রায় ঘোষণা করেন।
আদালতের পেশকার রফিকুল ইসলাম জানান, সার্জেন্ট আজাহার আলীকে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় দুই বছর কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড এবং ২৭(১) ধারায় পাঁচ বছর কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে তিন মাস কারাদন্ড দেওয়া হয়েছে।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১২ সালের ২৭ ফেব্রæয়ারি রমনা থানায় মামলাটি দায়ের করে দুদক।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন দুদকের আইনজীবী আব্দুর রাজ্জাক।