November 28, 2024
জাতীয়

দুর্নীতির মামলায় পুলিশ সার্জেন্টের সাত বছরের জেল

দক্ষিণাঞ্চল ডেস্ক
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় পুলিশ সার্জেন্ট মো. আজাহার আলীকে পৃথক দুই ধারায় ৭ বছর কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল ঢাকার বিভাগীয় বিশেষ জজ সৈয়দ কামাল হোসেন গতকাল এ রায় ঘোষণা করেন।
আদালতের পেশকার রফিকুল ইসলাম জানান, সার্জেন্ট আজাহার আলীকে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় দুই বছর কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড এবং ২৭(১) ধারায় পাঁচ বছর কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে তিন মাস কারাদন্ড দেওয়া হয়েছে।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১২ সালের ২৭ ফেব্রæয়ারি রমনা থানায় মামলাটি দায়ের করে দুদক।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন দুদকের আইনজীবী আব্দুর রাজ্জাক।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *