January 19, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

দুর্নীতির অভিযোগে যোগিপোল ইউপি চেয়ারম্যান আনিছকে অপসারণ

দল থেকে বহিষ্কারের দাবি আ’লীগ নেতাকর্মীদের

দ. প্রতিবেদক
খুলনার দিঘলিয়া উপজেলার ৬নং যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমানের পদটি শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চেয়ারম্যান শেখ আনিছুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের বিষয়ে ইউনিয়নের প্রায় সকল সদস্যের লিখিত অভিযোগ জোরালোভাবে প্রমানিত হওয়ার পর সকল আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় সরকার পল্লী ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারীর দশ দিন পর সোমবার দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার চেয়ারম্যান আনিসকে অপসারণপূর্বক শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে।
এদিকে, ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি-অনিয়মের অভিযোগে অপসারণকৃত চেয়ারম্যানের বিরুদ্ধে সংগঠনের ভাবমুর্তি ক্ষুণ্ন করায় দল থেকে বহিষ্কার এবং সম্পদের অনুসন্ধ্যান করে আইনানুগ ব্যবস্থার দাবী উঠেছে খোদ নিজ দলের নেতা-কর্মীদের মধ্যে থেকে।
অভিযোগে যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আনিছুর রহমানের বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ‘জমি আছে ঘর নাই’ প্রকল্পে অনিয়ম, ভিজিডি কার্ডসহ সরকারি অনুদানের তালিকায় অনিয়ম, ইউনিয়নের হোল্ডিং ট্যাক্রা, ট্রেড লাইসেন্স বিক্রয়, জমি নিবন্ধনসহ বিভিন্ন আয়ের উৎস থেকে প্রাপ্ত অর্থের কোন হিসাব সদস্যদের না দেয়ায় এবং ব্যস্ততা দেখিয়ে অ-দাপ্তরিক স্বাক্ষর ও বিতর্কিত ব্যক্তিদের দিয়ে সরকারি কাজ করানোসহ বিভিন্ন অভিযোগ এনে ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যসহ মোট ১২ জন সদস্যের মধ্যে ১০ জন ইউপি সদস্য একযোগে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গত ৪/৬/২০ তাং লিখিত অনাস্থা দেয়। অনাস্থা প্রস্তাবের শুনানী শেষে দিঘলিয়া উপজেলা খুলনা জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পত্র প্রেরণ করা হয়।
স্থানীয় সরকারি ও সমবায় মন্ত্রণালয় গত ১০ ডিসেম্বর এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পেয়ে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল আলম গত ২১/১২/২০ তাং চেয়ারম্যান পদটি শুন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে‘‘ যেহেতু স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ)আইন-২০০৯এর ৩৯(১৩) ধারা বিধান অনুযায়ী সরকার কর্র্র্তৃক জনস্বার্থে অনাস্থা প্রস্তাবটি অনুমোদিত হওয়ায় ৬নং যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আনিছুর রহমান এর পদটি একই আইনের ৩৫(১)(চ) ধারা অনুযায়ী শূন্য ঘোষণা করা হলো। এ বিষয়ে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। একই সাথে প্রাক্তন চেয়ারম্যান শেখ আনিছুর রহমানকে পত্র প্রাপ্তির তিন দিনের মধ্যে প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার জন্য বলা হয়েছে। এদিকে দুর্নীতির অভিযোগে যোগেীপোল ইউনিয়ননের চেয়ারম্যান শেখ আনিছুর রহমানের পদটি শুন্য ঘোষণার পর দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারী এবং উপজেলা নির্বাহী অফিসার কর্র্তৃক গেজেট প্রকার করায় খানজাহান আলী থানার অন্তর্গত ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় দুর্নীতির অভিযোগে অপসারিত চেয়ারম্যান শেখ আনিছুর রহমানকে দল থেকে বহিষ্কার এবং তার অবৈধ সম্পদের অনুসন্ধানসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে মহানগর আওয়ামী লীগের কাছে লিখিত দেবেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানিয়েছেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *