January 21, 2025
খেলাধুলা

দুর্দান্ত মেসির ওপর আরও প্রত্যাশা বাড়লো বার্সার

মেসি আর রেকর্ড যেন হাত ধরাধরি করে চলে। এবারও তার ব্যতিক্রম হয়নি। লেগানেসের বিপক্ষে বিশাল জয় পেয়েছে বার্সেলোনা, যা কাতালান জায়ান্টদের হয়ে মেসির ৫০০তম জয়।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দিনগত রাতে ঘরের মাঠে ক্যাম্প ন্যুয়ে লেগানেসকে ৫-০ গোলে হারিয়ে কোপা দেল রে’র শেষ আটে পা রেখেছে বার্সেলোনা। ম্যাচে জোড়া গোলের সঙ্গে একটি অ্যাসিস্টও করেছেন মেসি। এই জয় দিয়েই নতুন মাইলফলক গড়লেন তিনি। যা ছোঁয়ার ভাগ্য হয়নি অন্য কারো। কাতালান জায়ান্টদের ইতিহাসে ৫০০তম জয় পাওয়া প্রথম খেলোয়াড় মেসি।

৩২ বছর বয়সেও আর্জেন্টাইন ফরোয়ার্ডের এমন দুর্দান্ত পারফর্ম্যান্সে মুগ্ধ বার্সেলোনার প্রাতিষ্ঠানিক ও ক্রীড়া সম্পর্কের পরিচালক গুইলার্মো আমোর। বার্সা ও স্পেনের এই সাবেক মিডফিল্ডার প্রসংশায় ভাসিয়েছেন মেসিকে। তিনি আশাবাদী, কাতালান অধিনায়ক গোলের ধারাবাহিকতা ধরে রাখবেন সবসময়।

আমোর বলেন, ‘মনে হতে পারে গোল করা সহজ কিন্তু আদতে তা নয়। মেসি দুর্দান্ত এবং সে গোলের ধারাবাহিকতা বজায় রাখবে। সে সবসময় দলের জন্য সবকিছু জিততে চায়।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *