দুর্ঘটনায় কণ্ঠশিল্পী রেশমি আহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কণ্ঠশিল্পী রেশমি মির্জা। শনিবার ভোরে সুনামগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
রেশমির ভাই অনি জানিয়েছেন, শুক্রবার শো করার পর ঢাকায় ফেরার পথে ভোরে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় রেশমি ও তাদের টিমকে বহনকারী মাইক্রোবাস। রেশমি সামনের সিটে বসে ছিলেন। তার মাথা এবং চোখের পাশে গুরুত্বর আঘাত লাগে। এছাড়া হাত এবং পায়েও বড় ধরনের চোট পান তিনি।
আহত অবস্থায় তাকে সুনামগঞ্জের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তিনি শঙ্কামুক্ত বলে জানান চিকিৎসক। পরে তাকে ঢাকার বাসায় নিয়ে আসা হয়।