দুধ চুরি করলো রজনীকান্তের ভক্তরা
দীর্ঘদিন ধরে চলে আসছে তামিল সুপারস্টারদের ছবিতে দুধ ঢালার রীতি এবং একই সাথে এর বিরোধিতা করে আসছেন ব্যবসায়ীরা। তার কারণ সুপারস্টার এর ভক্তরা দুধ চুরি করেন আর এই ধারাবাহিকতায় এবারও সুপারস্টার এর ভক্ত দুধ চুরি করেছেন এমন অভিযোগ করেছেন ব্যবসায়ীরা এবং তারা দ্বারস্থ হয়েছেন পুলিশের নিকট।
ছবি মুক্তির আগেই রজনীকান্তের পোস্টারে দুধ ঢালা হয় এই রীতি অনুযায়ী এবং এই দুটি ঠ্যাকাতে নানা পদক্ষেপ নেওয়া হলেও কোনো রকম সঠিক সূরাহ মেলেনি যে কারণে পুলিশের কাছে অভিযোগ করেছে তামিলনাড়ুর মিল্ক ডিলার্স এমপ্লয়িজ ওয়েলফেয়ার এসোসিয়েশন।
তিনটি দাবি নিয়ে তারা প্রশাসনের কাছে তাদের নিজেদের উপস্থাপন করেছেন দাবিগুলো হলো —
১। সুপারস্টারদের ব্যানারে বা ছবিতে দুধ ঢালা বন্ধ করা যার ফলে প্রচুর পরিমাণ দুধ নষ্ট হয়
২। অপচয় ঠেকানোর দাবি
৩। ছবি মুক্তির সময় দুধের দোকান গুলির থেকে চুরি ঠেকানোর উপর নিরাপত্তা
এগুলোর উপর জোর দাবি তোলেন তারা।
সম্প্রতি সিনেমা মুক্তির আগে নিজের পোস্টারে দুধ ধরার জন্য আহ্বান জানিয়েছিলেন তামিল অভিনেতা সিম্বু এবং এই ঘটনার পরপরই নড়েচড়ে বসেন দুধ ব্যবসায়ীরা।