January 19, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

দুদকের মামলায় বাগেরহাটের সার্ভেয়ার কামাল কারাগারে

দ. প্রতিবেদক
বাগেরহাট জেলার রামপাল উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারে মো. কামাল হোসেনকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে খুলনা মহানগর দায়রা জজ বিশেষ আদালত বিচারক মো. শহিদুল ইসলাম এ আদেশ দেন।
খুলনা-মোংলা রেলওয়ে জমি অধিগ্রহণকালে ২০১৭ সালে মো. কামাল হোসেন ১ কোটি ৩৪ লাখ টাকা আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০২০ সালে দুদক খুলনা সহকারী পরিচালক মো: শাওন মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেছিলেন।
দুদক খুলনার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মুজিবর রহমান জানান, মামলা হওয়ার পর সার্ভেয়ার কামাল হোসেন উচ্চ আদালতের জমিনে ছিলেন। সোমবার তিনি মহানগর দায়রা জজ বিশেষ আদালত আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এ সময় জামিনের বিরোধীতা করে বক্তব্য রাখেন দুদেকর আইনজীবী। আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম উভয়পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে সার্ভেযার কামাল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *