দুদকের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের নির্দেশ
দক্ষিণাঞ্চল ডেস্ক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করতে তদন্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে কমিশন। দুদকের মহাপরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার এ নির্দেশনা জারি করে দুদক।
এতে বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে, দুদকের ওয়ারেন্টভুক্ত আসামিরা নিয়মিতভাবে গ্রেফতার হচ্ছে না বা গ্রেফতারে গাফিলতি দেখা যাচ্ছে। এই অবস্থায় দুদকের সব ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের জন্য তদন্তকারী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হচ্ছে।