দুদকের মামলায় এমপি হাবিব মোল্লা খালাস
দক্ষিণাঞ্চল ডেস্ক
অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় আদালতে খালাস পেয়েছেন সরকারি দলের সংসদ সদস্য হাবিবুর রহমান মোলা। ঢাকা-৫ আসনে (ডেমরা-যাত্রাবাড়ী-কদমতলী আংশিক) আসনের এই সংসদ সদস্যকে খালাস দিয়ে বৃহস্পতিবার রায় দেন ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক জয়নাল আবেদীন। রায় দেওয়ার সময় এমপি হাবিবুর রহমান মোলা এজলাসে হাজির ছিলেন না।
এ মামলায় দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন আইনজীবী গোলাম হায়দার। আসামি পক্ষে আইনজীবী ছিলেন সৈয়দ মিজানুর রহমান। সেনা নিয়ন্ত্রিত তত্ত¡াবধায়ক সরকার আমলে ২০০৭ সালের ৩ অক্টোবর রমনা থানায় মামলাটি করেছিলেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক সৈয়দ আহমেদ।
মামলায় অভিযোগ করা হয়, ক্ষমতার অপপ্রয়োগ করে ২ কোটি ৩২ হাজার ৫৪৮ টাকার অবৈধ সম্পদ অর্জন করেন হাবিব মোলা। এছাড়াও সম্পদের বিবরণীতে ১ কোটি ৩৮ লাখ এক হাজার ৮০২ টাকার সম্পত্তির তথ্য গোপন করেন তিনি। ২০০৮ সালের ২০ এপ্রিল দুদক মামলার অভিযোগপত্র দেয়। অভিযোগ গঠনের পর বিচার শুরুর পর ২১ জনের সাক্ষ্য দিয়ে রায় দিল আদালত। হাবিব মোলা ১৯৯৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। তারপর থেকে এনিয়ে চতুর্থবার তিনি সংসদে প্রতিনিধিত্ব করছেন।