দুদকের বাছির ঘুষের মামলায় কারাগারে
ডিআইজি মিজানুর রহমানের সঙ্গে ঘুষ লেনদেনের মামলায় দুর্নীতি দমন কমিশনের পরিচালক খন্দকার এনামুল বাছিরের জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত
ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েস মঙ্গলবার এই আদেশ দেন।
সোমবার রাতে ঢাকার দারুস সালাম এলাকা থেকে বাছিরকে গ্রেপ্তার করে দুদকের একটি তদন্ত দল। রাতে রমনা থানায় রেখে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়।
বাছিরের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন মো. কামাল হোসেন; দুদকের পক্ষে এর বিরোধিতা করেন মোশারফ হোসেন কাজল।
শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে দুদক কর্মকর্তা বাছিরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।