দুই শতাধিক ভবঘুরেকে প্রতিদিন দুই বেলা খাবার দিচ্ছে কেএমপি
দ. প্রতিবেদক
প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে উঠেছে কর্মজীবন। সামাজিক দূরত্ব বজায় রাখতে কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর-শ্রমিক শ্রেণীর মানুষ। লোকজনের জমায়েত কম থাকায় অনাহারী থাকতে হচ্ছে নগরীর অনেক অসহায়, দুঃস্থ, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী, ভবঘুরে ব্যক্তিকে। এবার এসব মানুষের খাবারের ব্যবস্থা করতে এগিয়ে এসেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। প্রতিদিন দুই বেলা করে এসব অনাহারী মানুষের মুখে রান্না করা খাবার তুলে দেওয়া হচ্ছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু দক্ষিণাঞ্চল প্রতিদিনকে জানান, ‘করোনাভাইরাসের সংক্রমণের কারণে উদ্ভুত পরিস্থিতিতে নগরীর বাস টার্মিনাল, রেলস্টেশন এবং রাস্তা-ঘাটে অসহায়, দুঃস্থ, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী, ভবঘুরে প্রায় ২৫০ জন নিরন্ন মানুষকে খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগ, ব্যবস্থাপনা ও খরচে প্রতিদিন দুই বেলা নিয়মিত রান্না করা খাবার পৌঁছে দেয়া হচ্ছে।’