দুই ভাইকে ‘পিটিয়ে হত্যা’: বান্দরবানে ১৪ জনের বিরুদ্ধে মামলা
বান্দরবানে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে; যাদের ১২ জন গ্রেপ্তার হয়েছেন।
জেলার রুমা থানার ওসি আবুল কাসেম জানান, নিহত দুই ভাইয়ের মধ্যে ছোট ভাইয়ের স্ত্রী মেসিংচিং মারমা শুক্রবার রাতে এই মামলা করেন।
মঙ্গলবার রুমা উপজেলার রেমাক্রিপ্রাংসা ইউনিয়নের হ্লাচিং পাড়ায় দেবতা পূজার অনুষ্ঠানে খাওয়া-দাওয়ার সময় কয়েকজনের মধ্যে কথাকাটাকাটির জেরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।
সে সময় তাইংরাগ্র পাড়ার দুই ভাই থোয়াইবাঅং মারমা (৩৮) ও ক্যসুইথোয়াই মারমাকে (৩২) লোকজন পিটিয়ে হত্যা করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
ওসি কাসেম বলেন, মামলায় আসামি হিসেবে হ্লাচিং পাড়ার ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে ১২ জনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। দুইজন এখনও পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
“গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন নারী রয়েছেন। তারা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই ভাইকে মেরে ফেলার কথা স্বীকার করেছেন। মারামারি সময় তারা দা দিয়ে কোপ দেওয়ার কথাও স্বীকার করেছেন।”