দুই বছর মেয়াদি ফিটনেস সার্টিফিকেটের কার্যক্রম শুরু
ব্যক্তিগত যানবাহনে দুই বছরের জন্য ফিটনেস সার্টিফিকেট নবায়ন কার্যক্রম মঙ্গলবার থেকে শুরু হচ্ছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক লোকমান হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বিষয়ে আগেই প্রজ্ঞাপন হয়েছে।
“কিন্তু এ কাজের জন্য যে সফটওয়্যার ব্যবহার হবে, সেটি তৈরিতে সময় লেগেছে। সফটওয়্যার রেডি, আশা করছি মঙ্গলবার থেকে কার্যক্রম শুরু করা যাবে।”
ফিটনেস সার্টিফিকেট নবায়নের নতুন নিয়মের বিষয়ে গত ৫ জানুয়ারি প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
এতে বলা হয়, ভাড়ায় চালিত নয় এমন মোটরকার, জিপ ও মাইক্রোবাসের ক্ষেত্রে প্রথমবার দেওয়া ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ হবে পাঁচ বছর।
পাঁচ বছর পর প্রতি দুই বছর অন্তর ফিটনেস নবায়ন করতে হবে। ফিটনেস নবায়ন ফি বছর ভিত্তিক হারে দিতে হবে।
বর্তমানে প্রতিবছরই যানবাহনের ফিটনেস সার্টিফিকেট নবায়ন করতে হয়।