দীর্ঘ ১০ বছর পর স্কুলছাত্র বাপ্পি হত্যা মামলার যুক্তিতর্ক শুরু
দ. প্রতিবেদক
দীর্ঘ ১০ বছর পর খালিশপুর প্লাটিনাম জুবিলী জুট মিল স্কুলের ছাত্র মফিজুল ইসলাম বাপ্পিকে (১৬) পিটিয়ে হত্যা মামলার যুক্তিতর্ক শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমানের আদালতে যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন করেন এপিপি এ্যাড. কাজী সাব্বির আহম্মেদ। আসামী রকির পক্ষে এড. নিরঞ্জন কুমার ঘোষ এবং আসামী হাসানের পক্ষে এ্যাড. শফিকুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন। বুধবার ও বৃহস্পতিবার যুক্তিতর্কের বাকী অংশ শেষে রায়ের জন্য তারিখ নির্ধারণ করবেন আদালত।
এর আগে এহত্যা মামলায় চার্জশীটভুক্ত ১৮ জনের মধ্যে ১৬ জন আদালতে সাক্ষ্য প্রদান করেন। ওই সময় তৎকালীন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস মোহাম্মদ আলীর আদালতে আসামী রকি ও নজরুল ঘটনার বিবরনী দিয়ে এহত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং অন্যান্য আসামীদের জড়িত থাকার বিবরন দেন।
এহত্যা মামলায় আসামীরা হলেন, মান্নানের পুত্র রকি, আবু সাঈদের পুত্র আল-আমিন, মৃত শামসুল হকের পুত্র হাসান ও আ: মান্নানের পুত্র মো: নজরুল। এছাড়াও পলাতক আসামীরা হলেন, মোমরেজের পুত্র রবিউল, নিছার ওরফে আনছার আলীর পুত্র মিলন, আজিজুর রহমান হাওলাদারের পুত্র মুজিবর হাওলাদার ও আনসার আলীর পুত্র ইব্রাহিম ওরফে বাহাদুর।
আদালতের এপিপি এ্যাড. কাজী সাব্বির আহম্মেদ জানান, ২০১০ সালের ১০ অক্টোবর সন্ধ্যা ৭টায় প্লাটিনাম স্কুল মাঠে স্কুল ছাত্র বাপ্পি ও তার বন্ধু রাজু একসাথে বসে গল্প করছিলো। ওই সময় পূর্বশত্রæতার জের ধরে হকিস্টিক ও লোহার রড নিয়ে বন্ধু রাজুকে মারতে আসে আসামীরা। তখন বাপ্পি বন্ধু রাজুকে বাঁচানোর জন্য ঠেকাতে আসলে আসামীরা বাপ্পির মাথায় হকিস্টিক দিয়ে আঘাত করে। বাপ্পি মাটিতে লুটিয়ে পড়ে। এই সুযোগে বন্ধু রাজু পালিয়ে যায়। এরপর আসামীরা তাকে এলোপাতাড়িভাবে মারতে থাকে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত ডা: মো: ইসমাইল শেখ ও ডা: সহদেব কুমার দাসের কাছে মৃত্যুকালীণ জবানবন্দী দেয় ভিকটিম বাপ্পি। অতঃপর ওই দিন রাত ১১টা ৫ মিনিটে বাপ্পি মারা যায়। এঘটনার পরদিন নিহতের বড় ভাই হাফিজুর রহমান খালিশপুর থানায় হত্যা মামলা দায়ের করেন যার নং-১১। পরবর্তীতে ২০১২ সালের ৩১ মার্চ খালিশপুর থানায় আসামীদের বিরুদ্ধে চার্জশীট দাখিল। ২০১৪ সালের ২ জানুয়ারী এ হত্যা মামলাটির চার্জগঠন করা হয়।