January 19, 2025
আন্তর্জাতিক

দীর্ঘ বন্ধ শেষে নিউইয়র্কে থিয়েটার খুলছে এপ্রিলে

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২ এপ্রিল থেকে সীমিত পরিসরে নিউইয়র্কের কিছু থিয়েটার আবারো খোলার অনুমতি দেয়া হয়েছে। গত বছরের ১২ মার্চ থেকে এসব থিয়েটার বন্ধ রয়েছে।

নিউইয়র্কের গভর্নর স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।

এক সংবাদ সম্মেলনে গভর্নর এন্ড্রু কুমো বলেন, ‘থিয়েটারে সর্বোচ্চ একশ জনের ধারণ ক্ষমতা থাকবে। মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক থাকবে। তবে আউটডোর ও শো গুলোতে ২শ’ লোকের ব্যবস্থা রাখা যাবে।’

ফোর্বসের খবরে বলা হয়েছে, নিউইয়র্কসহ অন্যান্য রাজ্যে করোনা সংক্রমণ ও হাসপাতালে ভর্তি কমে যাওয়ার প্রেক্ষাপটে শর্তসাপেক্ষে এসব থিয়েটারকে খোলার সবুজ সংকেত দেয়া হলো।

তবে দেশটির অন্যান্য অঙ্গরাজ্যে করোনাভাইরাস প্রতিরোধে নেয়া নানান পদক্ষেপ শিথিল করা শুরু করলেও কুমো নিউইয়র্কবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে তিনি বলেন, ‘কিছু রাজ্য দ্রুত শিথিলতার পদক্ষেপ নিচ্ছে। নিষেধাজ্ঞা শিথিল করে আপনি হয়তো স্বস্তি বোধ করছেন। কিন্তু দেখবেন ভাইরাসটি আবার ছোবল হানছে।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *