দীপ্ত আলো’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রতি বছরের ন্যায় এবারও দীপ্ত আলো’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার নগরীর এক অভিজাত হোটেলে এ ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান সংগঠনের সভাপতি মোঃ হাসানুর রহমান তানজির।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহাবুব আলম সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক তথ্যের বার্তা সম্পাদক এস এম নূর হাসান জনি, খুলনা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী।
অন্যান্যদের মধ্যে দক্ষিণাঞ্চল প্রতিদিনের বার্তা সম্পাদক মিলন হোসেন, সময়ের খবর এর নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ মিলন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরাফাত হোসেন অনিক ও নিউজ ২৪ টেলিভিশনের মনিরুল ইসলাম সাগর, দৈনিক তথ্যের শেখ জাকারিয়া আলম জিকু উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ মোঃ লুতফর রহমান, বেল্লাল হোসেন সজল, নুরুল আমিন ও সাংবাদিক আহাদ আলী, তরুণ কবি মোঃ রফিকুল ইসলাম আজাহারী, প্রান্ত বিশ্বাস প্রমুখ। ইফতারপূর্ব দোয়া মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়।