দি খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন ২৮ ফেব্রুয়ারী
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলার মেট্রোপলিটন থানাধীন দি খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামী ২৮ ফেব্র“য়ারী ৫৮ খানজাহান আলী রোডস্থ সমিতির নিজস্ব কার্যালয় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২২ জানুয়ারি সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচন কমিটির সভায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিটির সভাপতি ও জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক শশাংক শেখর রায়। সভায় নির্বাচন কমিটির সদস্য ও জেলা সমবায় পরিদর্শক শেখ মারুফ-উজ-জামান, সদস্য ও মেট্রোপলিটন থানা সমবায় পরিদর্শক নীহার রঞ্জন নন্দী এবং সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।