November 23, 2024
আন্তর্জাতিককরোনা

দিল্লির সব করোনা ওয়ার্ডে সিসিটিভি লাগানোর নির্দেশ

দিল্লির সব হাসপাতালের করোনা ভাইরাস ওয়ার্ডে সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সোমবার (১৫ জুন) হঠাৎ দিল্লির লোক নায়ক জয় প্রকাশ হাসপাতাল পরিদর্শনে আসেন অমিত শাহ। এটি করোনা রোগীদের চিকিৎসায় বিশেষায়িত একটি হাসপাতাল।

এর আগে দিল্লিসহ বেশ কয়েকটি রাজ্যের মহামারি মোকাবিলা বিষয়ে প্রবল সমালোচনা করেন ভারতের সুপ্রিম কোর্ট। এবার পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপরই রোগীদের সুষ্ঠু সেবা নিশ্চিত করতে সব হাসপাতালের করোনা ওয়ার্ডে সিসিটিভি লাগানোর জন্য দিল্লির মুখ্য সচিবকে নির্দেশ দেন অমিত শাহ।

রোববার (১৪ জুন) দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকের পর অমিত শাহ বলেন, পাঁচশ’ রেলওয়ে কোচকে করোনা ভাইরাস চিকিৎসা হাসপাতালে পরিণত করা হবে এবং দিল্লির হাসপাতালগুলোতে আরও ২০ হাজার শয্যা যোগ করা হবে।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, দিল্লির হাসপাতালগুলোর করিডোরে কয়েক ঘণ্টা ধরে করোনা ভাইরাসে আক্রান্তদের মরদেহ ফেলে রাখা হচ্ছে, রোগীদের সেবা না দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং বেসরকারি হাসপাতালগুলো অনেক টাকা হাতিয়ে নিচ্ছে। এতে ভারতের মহামারি মোকাবিলার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে।

শুক্রবার (১২ জুন) সুপ্রিম কোর্ট বলেন, দিল্লি, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গে কোভিড-১৯ রোগীদের সঙ্গে পশুর চেয়েও খারাপ আচরণ করা হচ্ছে। এমনকি ডাস্টবিনেও মরদেহ ফেলে রাখতে দেখা গেছে। রোগীরা মারা যাচ্ছে এবং তাদের পাশে কেউই নেই।

ভারতে এখন পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ৯১। তাদের মধ্যে মারা গেছেন ৯ হাজার ৯শ’ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৮০ হাজার ১৩ জন। এর মধ্যে দিল্লিতে শনাক্ত রোগী মোট ৪২ হাজার ৮২৯ জন এবং তাদের মধ্যে মারা গেছেন ১ হাজার ৪শ’ জন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *