দিল্লিতে মদের দোকান খুলতেই হুলুস্থুল, তড়িঘড়ি বন্ধ বিক্রি
ভারতে করোনাভাইরাস ঠেকাতে লকডাউনে অনেকদিন বন্ধ থাকার পর রাজধানী দিল্লিতে মদের দোকান খোলামাত্রই মানুষ হুমড়ি খেয়ে পড়ায় বাধ্য হয়েই ফের বন্ধ করে দিতে হয়েছে অনেক দোকান।
সোমবার মদের দোকান খোলার পরই সকালের দিকে সামাজিক দূরত্ব বিধি উপেক্ষা করে মানুষ মদ কিনতে ভিড় জমায়। দোকানের সামনে ভিড় সরাতে পুলিশকে মৃদু লাঠিচার্জও করতে হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
লাইনে থাকা সবাই মুখে মাস্ক পরে থাকলেও দূরত্ব রক্ষা করেনি কেউ। পরে পুলিশ ধাওয়া করে লোকজনকে সেখান থেকে হটিয়ে দেয়।
ভারতে গত সপ্তাহে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আরো ১৪ দিনের জন্য লকডাউন বাড়ানো হলেও স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, সংক্রামক এলাকা ছাড়া দেশজুড়ে অন্যান্য এলাকাগুলোতে মদের দোকান চালু করা যাবে।
তবে শহরের মার্কেটগুলোতে এবং শপিং কমপ্লেক্সের মধ্যে অবস্থিত মদের দোকান খোলার অনুমতি দেয়নি সরকার। সেইসঙ্গে নির্দেশনা দিয়ে বলা হয়েছিল, যেসব মদের দোকান চালু হচ্ছে সেগুলো থেকে ক্রেতারা ৬ ফুট দূরত্বে দাঁড়িয়ে মদ কিনতে পারবেন। তাছাড়া, একটি দোকানে একবারে পাঁচজনের বেশি ঢুকতে পারবেন না এবং মাস্ক না পরে এলে কাউকে মদ বিক্রি করা হবে না।
কিন্তু সোমবার দোকান খোলার আগে থেকেই দেখা গেছে উপচে পড়া বিপুল সংখ্যক মানুষের ভিড়। ফলে এক সময় দোকান আবার বন্ধ করতে হয়েছে। আপাতত জেলা প্রশাসকের কাছ থেকে নতুন নির্দেশনা না এলে দোকান বন্ধ রাখারই সিদ্ধান্ত হয়েছে। এদিন কলকাতারও বিভিন্ন এলাকায় মদের দোকানের সামনে ক্রেতাদের লাইন দেখা গেছে।
ভারতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ছুঁইছুঁই। সোমবার বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাবে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২ হাজার ৫৭৩। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪২ হাজার ৮৩৬। আর গত ২৪ ঘণ্টায় ভাইরাসে মৃত্যু হয়েছে ৮৩ জনের। এ নিয়ে সোমবার বিকাল পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৩৮৯ জনের।