দিল্লিতে পিজা সরবরাহকারী আক্রান্ত, ৭২ পরিবার কোয়ারেন্টিনে
ভারতের রাজধানী দিল্লিতে ১৯ বছর বয়সী এক পিজা সরবরাহকারী ব্যক্তি আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর ৭২টি পরিবারকে হোম কোয়ারেন্টিন করা হয়েছে।
এই লোকের সংস্পর্শে আসা আরও ২০ জন ডেলিভারি বয়কেও দিল্লির ছত্তরপুরের একটি কেন্দ্রে কোয়ারেন্টিনে রাখা হয়েছে, জানিয়েছে এনডিটিভি।
এ পিজা সরবরাহকারী ১২ এপ্রিল পর্যন্ত পিজা বিলি করেছেন এবং এর আগ পর্যন্ত ১৫ দিনে দক্ষিণ দিল্লির তিনটি এলাকার ৭২টি পরিবারে পিজা পৌঁছে দিয়েছেন।
কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর তাকে দিল্লির আরএমএল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোয়ারেন্টিনে থাকা সবাইকে পর্যবেক্ষণ করা হচ্ছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ওই সরবরাহকারীর কোনো ভ্রমণের ইতিহাস নেই। আক্রান্ত কোনো পরিবারে পিজা পৌঁছে দিতে গিয়ে সে সংক্রমিত হয়েছে বলে ধারণা তাদের।
ভারতের অনলাইনভিত্তিক খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান জোমাটো বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, এক রেস্তোরাঁ কর্মচারীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে এটি জানিয়ে বৃহস্পতিবার তাদের সতর্ক করা হয়েছে।
“ওই ব্যক্তি মালভিয়া নগরে কিছু ক্রেতাকে খাবার সরবরাহ করেছিল। এসব্ ক্রয়াদেশের কয়েকটি জোমাটোর মাধ্যমে দেওয়া হয়েছিল। ডেলিভারির সময় ওই সরবরাহকারী আক্রান্ত হয়েছেন কিনা আমরা নিশ্চিত নই,” বিবৃতিতে এমনটি বলা হয়েছে বলে উদ্ধৃতি দিয়ে জানিয়েছে এনডিটিভি।
সরকারি কর্তৃপক্ষগুলো ইতোমধ্যেই ওই ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং ওই কর্মচারী যে রেস্তোরাঁয় কাজ করতো তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।
এখন দিল্লিতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা এক হাজার ৫৭৮ জনে দাঁড়িয়েছে এবং মৃতের সংখ্যা ৩০ জনেরও বেশি বলে জানিয়েছে এনডিটিভি।
বৃহস্পতিবার সকালে দেওয়া জনস হপকিন্স ইউনিভার্সিটির হালনাগাদ তথ্য বলছে, ভারতের ১২ হাজারেরও বেশি মানুষের দেহে নভেল করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে আর এর মধ্যে মৃত্যু ঘটেছে ৪২৩ জনের।