দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকে ডেকে নিল করাচি
ভারতের রাজধানী নয়া দিল্লি থেকে নিজেদের হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছে পাকিস্তান।
সোমবার মুখপাত্র মোহাম্মদ ফয়সাল টুইটারে বলেছেন, “পরামর্শের জন্য ভারতে নিযুক্ত আমাদের হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছি আমরা। আজ সকালে তিনি নয়া দিল্লি ছেড়েছেন।”
বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামা জেলায় এক আত্মঘাতী বোমা হামলায় ভারতের আধা সামরিক বাহিনীর ৪৪ জওয়ান নিহত হন। এই ঘটনার পেছনে পাকিস্তানের হাত আছে বলে অভিযোগ ভারতের। অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।
এ হামলার পরপরই নয়া দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনারকে তলব করেছিল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। তারপর ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছিল।
দুদেশের মধ্যে কূটনৈতিক উত্তাপ বেড়ে চলার মধ্যেই এবার নিজেদের কূটনীতিককে ডেকে নিল পাকিস্তান।
পুলওয়ামা হামলার জেরে পাকিস্তানকে কূটনীতিকভাবে ‘একঘরে করা হবে’ বলে ঘোষণা দিয়েছে ভারত। এর পাশাপাশি পাকিস্তানকে দেওয়া ‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত রাষ্ট্রের’ মর্যাদা প্রত্যাহার করে দেশটি থেকে আমদানি করা পণ্যে ২০০ শতাংশ শুল্ক আরোপ করেছে।