দিবালার জাদুতে ইউভেন্তুসের জয়
নিজে গোল করলেন। গনসালো হিগুয়াইনের গোলে রাখলেন অবদান। পাওলো দিবালার দারুণ নৈপুণ্যে ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়াই ইউভেন্তুস পেল বড় জয়। উদিনেসকে উড়িয়ে জায়গা করে নিল ইতালিয়ান কাপের কোয়ার্টার-ফাইনালে।
আলিয়াঞ্জ স্টেডিয়ামে বুধবার রাতে উদিনেসকে ৪-০ গোলে হারায় ইউভেন্তুস। দলের জয়ে দিবালা করেন দুই গোল, একটি করে হিগুয়াইন ও দগলাস কস্তা।
দিবালা-হিগুয়াইনের মিলিত প্রচেষ্টায় ষোড়শ মিনিটে এগিয়ে যায় ইউভেন্তুস। দিবালার সঙ্গে একাধিকবার বল দেওয়া নেওয়া করে লক্ষ্যভেদ করেন হিগুয়াইন। দশ মিনিট পর স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন দিবালা।
৫৮তম মিনিটে ব্যবধান আরও বাড়ান দিবালা। ৬১তম মিনিটে পেনাল্টি থেকে স্কোরলাইন ৪-০ করেন কস্তা।
বাকিটা সময় ব্যবধান ধরে রেখে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইউভেন্তুস।