দিনেদুপুরে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা, আহত ছেলে
দক্ষিণাঞ্চল ডেস্ক
চট্টগ্রামে দিনেদুপুরে নিজের ঘরে দুর্বৃত্তের ছুরিতে নিহত হয়েছেন এক নারী; কুপিয়ে আহত করা হয়েছে তার ছেলেকে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে কোতয়ালী থানাধীন কোরবানীগঞ্জের একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম রোকসানা বেগম (৪২)। রোকসানার ছেলে আহত আবদুল আজিজকে (২১) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতয়ালী জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা বলেন, কে বা কারা ঘরে ঢুকে মাকে ছুরিকাঘাত করে ছেলেকেও কুপিয়ে আহত করে। পুলিশ ঘটনাস্থলে আছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।