দিনাজপুরে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার
দক্ষিণাঞ্চল ডেস্ক
দিনাজপুরের বিরল উপজেলায় এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ; যাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানিয়েছে পরিবার। বিরল থানার ওসি গোলাম রসুল জানান, শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কাঞ্চন রেলওয়ে ব্রিজের নিচ থেকে লাশটি তারা উদ্ধার করেন। নিহত জাকির হোসেন (২১) দিনাজপুর সদর উপজেলার বালুয়াডাঙ্গা নতুনপাড়া এলাকার শামসুল আলমের ছেলে। এদিকে এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে দুপুরে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
জাকিরের বাবা জানান, বৃহস্পতিবার রাতে কে বা কারা মোবাইলে ফোন করে তার ছেলেক বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়িত ফেরেনি। ওসি বলেন, এলাকাবাসী জাকিরের লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার উদ্ধার করে। নিহতের ঘাড়ে, হাতে, পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।