দিনাজপুরে মাদক মামলার ২ আসামি বন্দুকযুদ্ধে নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
দিনাজপুরে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন, যাদের মাদক মামলার আসামি বলছে পুলিশ। দিনাজপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি এটিএম গোলাম রসুল জানান, সদর উপজেলার তাজপুর গ্রামের নওশন দিঘী এলাকায় রোববার গভীর রাতে গোলাগুলির ওই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়ি এলাকার শেখ রহমানের ছেলে রহমত আলী (৩৫) ও সিপাহীপাড়া এলাকার মনসুর আলীর ছেলে আবুল কাশেম ওরফে কাইশ্যা (৩৪)। পুলিশ বলছে, নিহতদের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।
ওসি ঘটনার বর্ণনায় বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে মাদক বিরোধী অভিযানে যায়।এ সময় মাদক কারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি করে। এ সময় গুলিতে ওই দুই মাদক বিক্রেতা নিহত হন। এছাড়া গুলিতে পুলিশের দুই সদস্য আহত হলে তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বলে ওসির ভাষ্য।