December 21, 2024
জাতীয়

দিনাজপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

দক্ষিণাঞ্চল ডেস্ক

দিনাজপুরে ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে বোচাগঞ্জ উপজেলার সুখদেবপুর চৌরাস্তার মোড়ে এই হত্যাকাÐ ঘটে বলে বোচাগঞ্জ থানার ওসি আইয়ুব আলী জানান। নিহত মজনুর রহমান (২৮) বোচাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বোচাগঞ্জ উপজেলার ধনতলা শাহাপাড়া গ্রামের ওবায়দুর রহমানের ছেলে।

ওবায়দুর রহমান বলেন, মোটরসাইকেল নিয়ে ৮-১০ জন এসে সুখদেবপুর চৌরাস্তার মোড়ে দেশি অস্ত্র দিয়ে মজনুকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মজনুকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আইয়ুব আলী বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে পরিচিতজনরাই তাকে হত্যা করেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। মজনুরের লাশ ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *