দিনাজপুরে অস্ত্রসহ ‘জেএমবি’ গ্রেপ্তার
দক্ষিণাঞ্চল ডেক্স
দিনাজপুর সদরে জেএমবির সদস্য সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে, যাকে সংগঠনটির শীর্ষ পর্যায়ের সদস্য বলছে র্যাব।
খানপুর এলাকা থেকে রোববার রাতে নজরুল ইসলাম ওরফে নুরুলা (৪০) নামের ওই ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানিয়েছে।
র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে দিনাজপুর সদরের খানপুরে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব কর্মকর্তা বলেন, গ্রেপ্তার ‘জেএমবি সদস্য’ নুরুলা তাদের কাছে স্বীকার করেছেন- তিনি দীর্ঘদিন যাবত আত্মগোপনে থেকে সংগঠনের সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ প্রদান, চাঁদা সংগ্রহ, অস্ত্রশস্ত্র সংগ্রহ কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।
“তিনি নিষিদ্ধ জেএমবি সংগঠনের সক্রিয় সদস্য এবং রাষ্ট্রবিরোধী ধ্বংসাত্মক কাজে লিপ্ত হওয়ার জন্য অজ্ঞাতনামা ৪/৫ জন পলাতক আসামির সঙ্গে সশস্ত্র অবস্থায় গোপন বৈঠক করছিলেন।
“ওই সময় অভিযান চালিয়ে তার কাছ থেকে তিন রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ জেহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়।”
তাদের রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় তাদের একাধিক নাশকতার পরিকল্পনা ছিল বলেও র্যাবকে জানিয়েছেন, বলেন মেজর রানা।