March 11, 2025
আঞ্চলিক

দিঘলিয়া উপজেলা হবে খুলনার উপশহর : সালাম মূর্শেদী এমপি

খবর বিজ্ঞপ্তি

খুলনা-৪ আসনের সংসদ সদস্য বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী বলেন, স্বাধীনতার ৪৮ বছর পর খুলনার ভৈরব নদের উপর ভৈরব সেতু নির্মাণ প্রকল্প একনেকে পাস করা হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রতি তার নির্বাচনী এলাকার পক্ষ থেকে কৃতজ্ঞতা। পূরণ করতে পেরেছেন তার নির্বাচনী প্রতিশ্রæতিও।

তিনি আরও বলেন, দিঘলিয়া উপজেলা হবে খুলনা শহরের উপশহর। এর মাধ্যমে ওই এলাকায় নতুন নতুন শিল্পাঞ্চল গড়ে উঠবে। বৃদ্ধি পাবে কর্মসংস্থান। এর মাধ্যমে এলাকায় দেশের উন্নয়নের ধারাবাহিকতায় খুলনা-৪ আসনেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

দিঘলিয়া-আড়ূয়া-গাজীরহাট-তেরখাদা সড়কের প্রথম কিলোমিটারে ভৈরব নদীর উপর ভৈরব সেতু নির্মাণ প্রকল্প একনেকে প্রকল্প পাস হওয়ায় বুধবার দিঘলিয়া উপজেলার পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে এক আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে সাংসদ সালাম মূর্শেদী এসব কথা বলেন।

দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আনন্দ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মিছিল পূর্ব সমাবেশে সাংসদ দিঘলিয়াবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন। পরে দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, সাংসদ পতœী সারমিন সালামসহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আপামর জনসাধারণ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *