দিঘলিয়ায় ভাইস-চেয়ারম্যান পদপ্রাথী মিজানুর রহমানের গণসংযোগ
খানজাহান আলী থানা প্রতিনিধি
আসন্ন দিঘলিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান রুপম গতকাল শনিবার দিনব্যাপী গাজীরহাট, লাখোয়াটি এবং সেনহাটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ব্যাপোক গণসংযোগ ও মতবিনিময় সভা করেন।
সকালে তিনি গাজীর হাট ইউনিয়নের আবালগাতী, মাঝিরগাতী, ক্যাটরা, পদ্দবিলা, আমবাড়ীয়া, মোল্যাডাঙ্গা বাজারে গণসংযোগ করেন। বিকালে তিনি গাজীর হাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পদ্দবিলা প্রাইমারী স্কুল মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গ
াজীরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হালিম সরদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তৃতা করেন, আলহাজ্জ জালাল উদ্দিন কলেজের অধ্যক্ষ মোঃ শামিম শেখ, পদ্দবিলা স্কুলের প্রধান শিক্ষক তবিবুর রহমান, একেএম মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দিপক বিশ্বাস, ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাবেক সভাপতি সত্তার মোল্যা, সংরক্ষিত মহিলা মেম্বর মিদুলা, ৪নং ওয়ার্ড মেম্বর ইরান শেখ, ৫নং ওয়ার্ড, হাবিব শিকাদর, গাজীরহাট ইউনিয়ন কৃষকলীগের সভাপতি লুৎফর শেখ, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদ শেখ, শেখ মনিরুজ্জামান গালিব, খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ম আহবায়ক অলিয়ার রহমান রাজু, ইমরান শেখ, আব্দুল হক নাহিদ, বাবু, শাহিন, হারান, মজনু, পিয়াসসহ স্থানিয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন। সন্ধ্যায় তিনি সেনহাটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন।