দিঘলিয়ায় পল্লীবন্ধু এইচএম এরশাদ স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া উপজেলা সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সাবেক রাষ্ট্রপতি পলীবন্ধু হুসেইন মো: এরশাদ স্মৃতি ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়। গতকাল শুক্রবার বেলা ৩টায় উক্ত উদ্বোধনী খেলায় অংশ নেয় দিঘলিয়া ওআইএম ক্লাব বনাম রুপসা নৈহাটি ফুটবল একাদশ। উক্ত খেলায় দিঘলিয়া ওআইএম ক্লাব ২-০ গোলে রূপসার নৈহাটি ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে।
দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এ্যাড: লুৎফর রহমানের সভাপতিত্বে দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক একরামুল ইসলামের পরিচালনায় টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান জাতীয় পার্টি ও সভাপতি খুলনা জেলা জাতীয় পার্টি মো: শফিকুল ইসলাম মধু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি ও অতি: মহাসচিব চট্টগ্রাম এ্যাড: মো: রেজাউল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকেন দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান মো: নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির উপদেষ্টা মো: জাহাঙ্গীর মোস্তফা তোতন, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফরহাদ হোসেন, দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মলিক মোস্তাফিজুর রহমান, মো: গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাস্টার সাখাওয়াত হোসেন, মো: ইসমাইল হাওলাদার, সৌমিত্র দত্ত, মো: নাসির উদ্দিন হাওলাদার, মো: বেলাল মলিক, মাস্টার মো: সাকিব, মো: নাসির উদ্দিন, মো: শাওন মাহমুদ, ফোরকান আহমেদ রনি, আলহাজ্ব মো: ইদ্রিস উদ্দিন, মো: কাওসেদ মোল্যা, মো: আ: হাই সোহেল, মো: মিজানুর রহমান মিজান, মো: জামিরুল। এছাড়াও খেলা উপভোগ করেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ সর্ব সাধারণ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মো: নাজমুল হোসেন।