দিঘলিয়ায় ড্রোন সার্ভের মাধ্যমে ভৈরব সেতুর সংযোগ সড়কের স্থান পরিদর্শন
দিঘলিয়া প্রতিনিধি
দিঘয়লিয়া উপজেলা চৌরাস্তার মোড় থেকে ভৈরব সেতুর সংযোগ সড়কের স্থান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম। শনিবার বেলা সাড়ে ১২টায় ড্রোন উড়িয়ে সেতুর সংযোগ সড়কের অবস্থা পরিদর্শন করা হয়।
এ সময়ে অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতু বড়ুয়া, সওজের নির্বাহী কর্মকর্তা আনিসুর জামান মাছুদ। আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান তারেকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল আলম বলেন, যারা এখনও সংযোগ সড়কের স্থানে নতুনভাবে স্থাপনা তৈরি করছেন তারা লোকশানের মধ্যে পড়বেন। এই ভিডিও আগেও সড়ক ও জনপথ অধিদপ্তরে জমা রয়েছে। তারই প্রেক্ষিতে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ প্রদান করা হবে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ