দিঘলিয়ায় জেলা আ’লীগের সভাপতির উপহার সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি : প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে অসহায় হয়ে পড়েছে অসংখ্য পরিবার। কর্মের অভাবে মানবেতর জীবনযাপন করছে তারা। প্রথম থেকেই এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে খুলনা জেলা আওয়ামী লীগ।
এবার জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ এর পক্ষ থেকে দিঘলিয়া উপজেলায় উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার এ উপহার সামগ্রী হস্তান্তরকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বি এম সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। উপহার সামগ্রী বুঝে নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোল্যা আকরাম হোসেন।
এসময় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম বাদশা, জামিল খান, পাপিয়া সরোয়ার শিউলি, জহিরুল হক রায়হান, বিধান চন্দ্র রায়, দ্বীপ পান্ডে বিশ্ব, চিশতি নাজমুল বাশার, কবিরুল ইসলাম, আসাদুল ইসলাম ইমনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।