দিঘলিয়ায় চাকরি দেওয়ার কথা বলে নারীকে ধর্ষণ ও পাচারের অভিযোগ
দ. প্রতিবেদক
খুলনার দিঘলিয়া উপজেলায় চাকরি দেওয়ার কথা বলে এক নারীকে ধর্ষণ ও পাশ্ববর্তী দেশ ভারতে পাচারের অভিযোগ উঠেছে। গতকাল রবিবার দুপুর ১টায় খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী।
তিনি বলেন, ‘দিঘলিয়ার হাজিগ্রাম এলাকার জরিপ শেখ এর ছেলে মাসুদ শেখ আমাকে দেশের মধ্যে চাকরি দেওয়ার কথা বলে জানুয়ারি মাসের ৫ তারিখে বেনাপোল বর্ডারের ওই পারে নিয়ে যায়। সেখানে বসে আমাকে অবৈধ অস্ত্র পাচার করতে বলে আমি রাজি না হওয়ায় ঘরের মধ্যে আটকে ধর্ষণ করে। পরে নারী পাচারদের কাছে আমাকে ৫০ হাজার টাকায় বিক্রি করে দেয়।’
তিনি আরও বলেন, ‘যাদের কাছে আমাকে বিক্রি করা হয়, তারা আমাকে ২ জনে নির্যাতন করে। পরে কান্নাকাটি করলে এবং বাচ্চার মুখের দিকে তাকিয়ে পালানোর সুযোগ করে দেয়। একজনের মাধ্যমে পালিয়ে আমি দেশ ফিরে আসি। সেই থেকে মাসুদ শেখ ও অস্ত্র ব্যবসায়ীদের ভয়ে মামলা করার সুযোগ পাইনি।’
নির্যাতিত ওই নারী বলেন, ‘মাসুদ শেখ নারী ও শিশু পাচারকারী। তিনি অস্ত্র ও মাদক ব্যবসার সাথেও জড়িত। এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ তার বিরুদ্ধে মুখ খোলে না। এমতাবস্থায় খুলনার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তিনি ন্যায় বিচার দাবি করেন।’