দিঘলিয়ায় গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৭৭ হাজার টাকা ছিনতাই
ফুলবাড়ীগেট প্রতিনিধি
দিঘলিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মহেশ্বর পুরের আঃ খালেকের পুত্র গরু বাবসীয় রুবেল শেখ(৩২) কে গত শনিবার রাত ৮টার সময় নিজ বাসা থেকে মটরসাইকেলযোগে কেবলঘাটে যাওয়ার পথে ৮নং মহেশ্বরপুর ঘোষগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসামাত্র উৎপেতে থাকা একদল সন্ত্রাসী বাহিনী তার পথ গতিরোধ করে রামদা দিয়ে মাথা ও বাম পায়ে হাটুর নিচে কুপিয়ে জখম করে। এছাড়া হাতুড়ি দিয়ে তার শরীরের বিভিন্নস্থানে পিঠিয়ে গুরুতর আহত করে সাথে থাকা গরু বিক্রির নগদ ৭৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় রুবেলের আত্বচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনায় রুবেলের পিতা আঃ খালেক শেখ দিঘলিয়া থানায় ৮ জন ও অজ্ঞাত ৬/৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। যার নং-০৪, তা ং ১২/০১/১৯। আসামিরা হলো মহেশপুর এলাকার মোঃ হানিফ, মোঃ সেলিম, মফিজ, ইজদিয়া, ফরহাদ আরাফাত আল আমিন। ঘটনায় জড়িত ও এজাহারনামীয় আসামীরা পুনরায় প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ কাউকে আটক করতে পারেনি।