দিঘলিয়ায় এক কেজি গাঁজাসহ আটক ২
দ: প্রতিবেদক
খুলনায় এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শনিবার মধ্যরাতে দিঘলিয়া উপজেলার খেয়াঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নগরীর খানজাহান আলী থানাধীন মিরেরডাঙ্গা এলাকার মৃত মোহাম্মাদ আলী শেখ’র ছেলে মোঃ মিজানুর (৩২) ও একই এলাকার আঃ কুদ্দুস মোল্লার ছেলে মোঃ রাজু (২৫)।
জেলা ডিবি’র ইনচার্জ মোঃ তোফায়েল আহমেদ জানান, তাঁর নেতৃত্বে দিঘলিয়া থানা এলাকায় মাদক ও অস্ত্রগুলি উদ্ধারসহ বিবিধ উদ্ধার অভিযান পরিচালনার সময়দিঘলিয়া খেয়াঘাট যাওয়ার পথে হাফিজ মোড়লের বসতবাড়ীর সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা বাজারের ব্যাগের মধ্য থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ পরিদর্শক সেখ কনি মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য আইনে এজাহার দায়ের করেন।