‘দা হানড্রেড’ এ নেই বাংলাদেশের কেউ
ড্রাফটে ছিলেন বাংলাদেশের ১১ ক্রিকেটার। তাদের কাউকেই ডাকেনি দলগুলো। তাই একশ বলের টুর্নামেন্ট ‘দা হানড্রেড’ এর উদ্বোধনী আসরে থাকছে না বাংলাদেশের কোনো খেলোয়াড়।
এই টুর্নামেন্ট হওয়ার কথা আগামী জুলাই-অগাস্টে। সে সময় বাংলাদেশ দল টেস্ট খেলবে শ্রীলঙ্কা সফরে ও দেশের মাটিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে। এ কারণেই হয়তো সাকিব আল হাসান বা বাংলাদেশের অন্য কোনো ক্রিকেটারের প্রতি আগ্রহ দেখায়নি দলগুলো।
আফগানিস্তান, নেপাল ও নেদারল্যান্ডসের খেলোয়াড়রা দল পেয়েছে রোববার রাতে হয়ে যাওয়া ড্রাফটে।
প্রাথমিক তালিকায় সাকিব আল হাসানের সঙ্গে ছিলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন ও মুস্তাফিজুর রহমান। পরে যুক্ত করা হয় লিটন দাস, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, আবু হায়দার রনি ও তাসকিন আহমেদের নাম।
প্লেয়ার ড্রাফটে সাকিব ও তামিম ছিলেন একই ক্যাটাগরিতে। তাদের ভিত্তিমূল্য ছিল ১ লাখ পাউন্ড। মুস্তাফিজের ভিত্তিমূল্য ৬০ হাজার পাউন্ড। আর লিটন, ইমরুল ও মুশফিকের ভিত্তিমূল্য ৪০ হাজার পাউন্ড। বাকি পাঁচ বাংলাদেশি ক্রিকেটারের কোন নির্দিষ্ট ভিত্তিমূল্য ছিল না।
দল পাননি ক্রিস গেইল, লাসিথ মালিঙ্গার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান বাবর আজমকেও ডাকেনি কেউ।
সবার আগে দল পান রশিদ খান। আফগান লেগ স্পিনারকে ডেকেছে ট্রেন্ট রকেটস। ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে দলে নিয়েছে সাউদার্ন ব্রেভ। তৃতীয় ডাকে অ্যারন ফিঞ্চকে দলে নেয় নর্দান সুপারচার্জার। ডাক শেষ হয় ট্রেন্টের লুক রাইটকে দলে নেওয়ার মধ্য দিয়ে।