দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চাই : খুবি’র নবনিযুক্ত প্রো-ভিসি
খুবি প্রতিনিধি
নবনিযুক্ত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা’র যোগদান পরবর্তী নিয়মানুযায়ী ডিন, ডিসিপ্লিন প্রধান ও বিভাগীয় প্রধানদের সাথে এক অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় সভা মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের নতুন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
নব-নিযুক্ত উপাচার্য তাঁর বক্তব্যে শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তাঁর এই নিয়োগ লাভে তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন বিশ্ববিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠান যেখানে সকলের প্রচেষ্টা ছাড়া সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। খুলনা বিশ্ববিদ্যালয় অনেকটা এগিয়েছে। এই অর্জনকে সংহত রেখে শিক্ষার গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে আরও প্রচেষ্টার দরকার। বিরাজমান সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের ধারা বজায় রেখে সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়কে আমরা সামনে এগিয়ে নিতে চাই। তিনি সততা ও নিষ্ঠার সাথে তাঁর উপর অর্পিত দায়িত্ব পালনে শিক্ষকসহ সকল মহলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে নব-নিযুক্ত উপ-উপাচার্যকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার, প্রফেসর ড. মোঃ রায়হান আলী, প্রফেসর এস এম জাহিদুর রহমান, প্রফেসর মোছাঃ তাছলিমা খাতুন, প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান, প্রফেসর ড. আশীষ কুমার দাস, প্রফেসর ড. সালমা বেগম, প্রফেসর ড. এ আর এম মোস্তাফিজার রহমান, প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম, মোঃ হাসান হাওলাদার, প্রফেসর ড. সমীর কুমার সাধু, প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান।
সূচনা বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। পরে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যাল কালজয়ী মুজিব, শহিদ মিনার, মুক্তিযুদ্ধের ভাস্কর্য অদম্য বাংলা ও কটকায় ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এসময় উপাচার্য, ট্রেজারার, ডিনবৃন্দ, রেজিস্ট্রার, ডিসিপ্লিন প্রধান ও বিভাগীয় প্রধানবৃন্দ এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারি উপস্থিত ছিলেন।
অপরদিকে, বেলা ১২টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসার্স কল্যাণ পরিষদের উদ্যোগে নব-নিযুক্ত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরাকে ফুল দিয়ে অভিনন্দন জ্ঞাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিষদের সভাপতি শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। সূচনা বক্তব্য রাখেন এবং সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ তারিকুজ্জামান লিপন। এর আগে নব-নিযুক্ত উপ-উপাচার্যকে পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া বিভিন্ন ডিসিপ্লিন, দপ্তর এবং কর্মচারিদের পক্ষ থেকেও নব-নিযুক্ত উপ-উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ