দামোদার সেবা সংঘের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান
ফুলবাড়ীগেট প্রতিনিধি
দামোদার সেবা সংঘের উদ্যোগে অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান গতকাল সকাল ১১টায় দামোদার শিতপাশারডাঙ্গার (হাজাম ভিটার) মাঠে অনুষ্ঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে ক্যান্সারে আক্রান্ত ইসলাম মিনাকে ১৮ হাজার টাকা, দামোদার গ্রামের আম্বিয়া বেগমের চোখের চিকিৎসা জন্য ৬ হাজার টাকা, ইদ্রিস শেখের অসহায় পরিবারের মাঝে নগদ ১০ হাজার টাকাসহ সমাজের প্রকৃত অসহায় মানুষের মাঝে এ অর্থ বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ আব্দুল্লাহ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রাইহান এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সভাপতি মোঃ শামিম, যুগ্ন সাধারণ সম্পাদক ইসমাইল, মোঃ কবির, ইবাদুল, রিফাত, রাকিব, লাইক, সুমন, মারুফ, সাকিব, নাইম, আলামিন মিনা, তোসলিম , মিন্টু মিনা, ইমরান মিনা, আরমান মিনা, ইমন মিনা, আব্দুল্লাহ শেখ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় মোঃ আব্দুল্লাহ বলেন ২০১৫ সাল থেকে দামোদার সেবা সংঘ সমাজের অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান সহ বিভিন্ন জনকল্যাণ মুলক কাজ করে আসছে। সমাজের বিত্রবান মানুষেরা যদি আমাদের সাথে থেকে সহযোগিতা করে তাহলে আমাদের এ কর্মকান্ড আরো বেশি প্রসারিত হবে।