January 19, 2025
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

দাদু ভাই ছিলেন লোভ লালসার উর্ধ্বে একজন নিখাঁত ফুলটাইম পলিটিশিয়ান : মঞ্জু

খবর বিজ্ঞপ্তি
রাজনীতির শতগুনের অধিকারী দাদু ভাই ছিলেন রাজনীতির অভিভাবক ও খুলনার সমৃদ্ধ বিএনপির জনক। একজন সাচ্চা জাতীয়বাদী নেতা দাদু ভাই ছিলেন লোভ লালসার উর্ধ্বে একজন নিখাঁত ফুলটাইম পলিটিশিয়ান। রাজনীতির পাঠশালায় শিক্ষক। সততা নিষ্ঠা দেশপ্রেমে উদ্বুদ্ধ দাদুভাই প্রগতিশীল রাজনীতি দিয়ে যার যাত্রা মজলুম জননেতা মাওলানা ভাষানীর রাজনৈতিক দীক্ষায় দীক্ষিত হয়ে তার অবর্তমানে শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ধারণ করে খুলনা অঞ্চলে সমৃদ্ধ বিএনপি গড়ে তুলে ছিলেন। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধে ও সকল গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান মানুষ মনে রাখবে অন্ততকাল। দেশ ও জাতীর কল্যাণে নিবেদিত প্রাণ মরহুম দাদুভাই আত্মকেন্দ্রীকতার উর্দ্ধে উঠে পরমত সহিষ্ণুতা ও মানবিকতা সমস্ত গুণাবালীর এক মহান নেতা। দাদুভাই বিএনপি কর্মীদের সাহস ও অনুপ্রেরণা।
নগরীর খালিশপুর থানা বিএনপি আয়োজিত আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর শাখার সভাপতি নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। খালিশপুর থানা বিএনপি’র সভাপতি এ্যাড. ফজলে হালিম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন সাবেক মেয়র নগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। অনুষ্ঠান পরিচালনা করেন ম শ আলম। দোয়া করেন মাওলানা মহিবুল্লাহ ও ইলিয়াসুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন শেখ মোশাররফ হোসেন, স ম আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, মেহেদী হাসান দীপু, শাহিনুল ইসলাম পাখি, নিজামউর রহমান লালু, মুর্শিদ কামাল, বিপ্লবুর রহমান কুদ্দুস, শেখ ইমাম হোসেন, জহর মীর, কাজী আব্দুল লতিফ, এড. মো. আলি বাবু, শামসুর রহমান, আশরাফ হোসেন, এইচ এম সালেক, হাবিবুর রহমান বিশ্বাস, ইমতিয়াজ আলম বাবু, জাকির হোসেন, নিরু কাজী, লিটন খান, খোদা বক্স কোরাইশী কালু, মনিরুজ্জামান মনি, মশিউর রহমান খোকন, কাজী ফজলুল রহমান টিটো, তসলিম মাষ্টার, নিঘাত সীমা, আনজিরা খাতুন, পারুল বেগম, জাহিদুল ইসলাম, জাহিদুর রহমান রিপন, সাইফুল ইসলাম সান্টু, শাহিন উদ্দিন, মাহবুব হোসেন বাবুল, গাজী সালাউদ্দিন, বাবুল মুন্সি, বারেক হাওলাদার, আবুল কালাম, গোলাম মোস্তফা ভুট্টো, শামসুদ্দিন ডিয়ার, ইব্রাহিম খলিলউল্লাহ, আব্দুস সালাম হাওলাদার, সেলিম কাজী, মঈন উদ্দিন নয়ন, আব্দুল হাই কালু, সদানন্দ সত্য, বাবু মাসুদ, আল মামুন সরদার, কাজী সালমান, মেহেদী, মামুন পাটোয়ারি প্রমুখ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *