দাকোপে ৪৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
দ. প্রতিবেদক
খুলনার দাকোপে ৪৬ পিস ইয়াবাসহ আসলাম সানা (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের পশ্চিম জোনে সদস্যরা। সোমবার রাত ১১টায় দাকোপ থানার শিবসা নদীসংলগ্ন শ্মশানঘাট এলাকায় থেকে তাকে আটক করা হয়। আটক আসলাম সানা খুলনা জেলার দাকোপ থানার ভিটাভাঙ্গা গ্রামের আবু বক্কর সানার ছেলে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন এম হায়াত ইবনে সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।