দাকোপে শেখ হারুনুর রশিদ দেশের উন্নয়ন অব্যাহত রাখতে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে হবে
দাকোপ প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে হবে এ কথা উল্লেখ করে জেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক বিরোর্ধী দলীয় হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ বলছেন, স্বাধীনতার পরবর্তী সময় একমাত্র শেখ হাসিনার সরকারই এদেশ ও জাতীর জন্য কাজ করেছেন। তাই দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীকে ভোট বিপ্লবের মাধ্যমে বিজয়ী করতে হবে।
তিনি গতকাল সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে দাকোপে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের বার বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন এবং আ’লীগ সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী গৌরপদ বাছাড় ও খাদিজা আকতারের মনোনয়নপত্র জমাদানের পুর্বে দলীয় নেতাকর্মীর উদ্দেশ্য প্রধান অতিথির বক্তৃতা এ কথাগুলো বলেন।
দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শেখ আবুল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের আহম্মেদ খান জবা, জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল্লাহ ফকির, সমরেশ ঘরামী, দীপংকর রায়, ইউপি চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল, সত্যেন্দ্র নাথ রায়, অশোক সাহা, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, শেখ ফরিদ আহম্মেদ, এম এ মালেক, ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, এবিএম রুহুল আমীন, অধ্যাপক দুলাল রায়, মানস মুকুল রায়, দেবব্রত বিশ্বাস, ইাউপি চেয়ারম্যান সরোজিত রায়, গাজী আব্দুর রহিম, সমর বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম, গাজী রবিউল ইসলাম,চালনা পৌর আ’লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, জেলা পরিষদ সদস্য কে এম কবীর হোসেন, জেলা যুবলীগের নেতা জামিল খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন ইমু, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, ইউপি আ’লীগ সভাপতি সরোজিত রায় কুঞ্জ, উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ গোলাম হোসেন, সাধারণ সম্পাদক কমলেশ গোলদার, কনিকা বৈরাগী, উপজেলা মহিলা আ’লীগৈর সভাপতি খাদিজা আকতার, সাধারণ সম্পাদক লিপিকা বৈরাগী, উপজেলার ৯টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সম্পাদকবৃন্দ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক অমারেশ ঢালী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জি এম রেজা মোঃ শিপন ভূঁইয়া, উপজেলা যুবলীগের রতন কুমার মন্ডল, মোঃ জাহিদুর রহমান মিল্টন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ আলামিন হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজগর হোসেন বাপ্পি, পৌর ছাত্রলীগের সভাপতি রাসেল কাজী, রাহুল রায়সহ ৯টি ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সম্পাদকবৃন্দ বক্তৃতা করেন।