দাকোপে র্যাবের হাতে অস্ত্র গুলিসহ বনদস্যু আটক
দাকোপ প্রতিনিধি
র্যাব-৬ খুলনা এর একটি চৌকিসদল দাকোপের বারুইখালী গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে কামরুল ইসলাম মোড়ল (৩৯) নামের এক বনদস্যকে আটক করে তার কাছ থেকে ১টি দেশীয় তৈরী পাইপগান ও ৭রাউন্ড বন্দুকের কার্তুজ উদ্ধার করেছেন। দাকোপ থানা পুলিশ জানায়,গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টায় র্যাব-৬ খুলনার একটি চৌকিসদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলা সদর পানখালী ইউনিয়নের বারুইখালী গ্রামের পোদ্দারগঞ্জ ফেরীঘাট সংলগ্ন এলাকায় এক বনদস্যু আগ্নে অস্ত্রসহ গোলাবারুদ নিয়ে ঘোরা ফেরা করছেন। এই সংবাদের ভিত্তিতে র্যাব-৬ তাৎক্ষনিক ওই এলাকায় অভিযান পরিচালনা করে খুলনা জেলার কয়রা উপজেলার আটরা গ্রামের মঈনউদ্দিন মোড়লের পুত্র বনদস্যু কামরুল ইসলাম মোড়লকে আটক করে। পরে তার কাছ থেকে ১টি দেশীয় তৈরী পাইপগান, ৭রাউন্ড বন্দুকের কার্তুজ,কিছু দেশলাই ও বেশ কয়েক প্যাকেট ডারবি ব্যান্ডের সিগারেট উদ্ধর করা হয়। পরে একই দিনে র্যাব-৬ এর ডিএডি মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে অস্ত্র আইনে দাকোপ থানায় একটি মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তন্তর করেন। দাকোপ থানার মামলা নং-৬।