দাকোপে মৎস্যজীবীদের প্রশিক্ষণের উদ্বোধন
দাকোপ প্রতিনিধি
সাসটেইনেবল কোষ্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট এর আওতায় দাকোপে উপকূলীয় ও সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং ব্যবস্থাপনা বিষয়ক মৎস্যজীবীদের ২ দিন ব্যাপি প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অফিদপ্তরের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা জয়দেব পালের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল। প্রশিক্ষণে সহযোগীতা করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বাদল কৃষ্ণ সাহা, ক্ষেত্র সহকারী মোঃ সাইফুল ইসলাম। দুই দিনব্যাপি এ প্রশিক্ষণে উপজেলার ৫০ জন মৎস্যজীবীদের প্রশিক্ষণ দেওয়া হবে।