দাকোপে মহান মে দিবস পালিত
দাকোপ প্রতিনিধি
দাকোপে মহান মে দিবস উপলক্ষ্যে উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকাল ৩ টায় উপজেলার চালনা পৌরসভার বৌমার গাছতলাস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্য্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্য্যালয়ে উপজেলা শ্রমিক লীগের সভাপতি গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অমরেশ ঢালী পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অধ্যাপক দুলাল রায়। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমীন, চালনা পৌনসভা আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, চালনা পৌর প্যানেল মেয়র আঃ গফুর সানা, উপজেলা কৃষক লীগের সভাপতি গোলাম হোসেন শেখ, সম্পাদক কমলেশ গোলদার, আওয়ামী লীগ নেতা দেবাশীষ ঢালী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এহতেশাম রেজা, যুবলীগ নেতা রতন মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজগর হোসেন বাপ্পি, আওয়ামী লীগনেতা চয়ন সাহা, শ্রমিক নেতা জয় প্রকাশ রায়, মঙ্গল শিকদার, মিন্টু বিশ্বাস, লোকমান গাজী, সেলিম হোসেন, মোঃ শাহিন, শিবপদ বৈরাগী, ছাত্রনেতা রাসেল কাজী, গোবিন্দ রায, হৃদয় ঢালী, জীবন মন্ডল, মিলন, মিঠুন সাহা, অনুরুদ্ধ সাহা, আজিজুর শেখ, মাসুম হাওলাদার, আখিরুল ইসলাম প্রমুখ। অন্যদিকে সকালে উপজেলা ট্রলার মালিক সমিতির উদ্যোগে চালনা বাজার লঞ্চঘাটস্থ নিজস্ব কার্যালয়ে মহান মে দিবস উপলক্ষ্যে উপজেলা শ্রমিক লীগের সভাপতি গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে এবং সম্পাদক অমরেশ ঢালী পরিচালায় অনুৃষ্ঠিত সভায় বক্তৃতা করেন সংগঠনের নেতৃবৃন্দ।