দাকোপে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
দাকোপে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) এর উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল, উপজেলা পরিবার পরিবল্পনা কর্মকর্তা ডাঃ নিপা রায়, প্রধান শিক্ষক শফিউল আজম সেলিম, দাকোপ প্রেসক্লাব সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, থানা পুলিশের এএসআই মোঃ হাফিজুর। উপস্থিত ছিলেন পরিসংখন মোঃ এনায়েত আলী,স্বাস্থ্য পরিদর্শক অহিদুজ্জামান, রবিউল ইসলামসহ স্বাস্থ্য কর্মী, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সুধীজন। সভায় বক্তৃরা বলেন, আগামী ২২ জুন শনিবার দেশ ব্যাপি ৬ মাস থেকে ৫৯ মাসের সকল শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।